আমাদের ভুবনে আপনাকে স্বাগতম-- ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!! আমাদের সেন্টারে ভর্তির জন্য admission form- এ ক্লিক করে ভর্তি ফরম ডাউন লোড করে নিন। ধন্যবাদ।

মাইক্রোসফট ওয়ার্ডে ফন্টের সাইজ পরিবর্তন করুন সহজে কীবোর্ড দিয়ে!

কেমন আছেন সবাই । আশা করি ভাল আছেন।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে  কীবোর্ড দিয়ে ফন্টের সাইজ বদলানো যায়। সাধারনত মাউস দিয়ে যেকোন কাজ করলে তা ধীর গতির হয়ে যায়।
একটি ডকুমেন্ট এ বিভিন্ন ফন্ট সাইজের লেখার প্রয়োজন পড়ে। তাহলে চলুন দেখি কিভাবে কীবোর্ড এর মাধ্যমে ফন্ট সাইজ বদলানো যায় অতি সহজে......
প্রথমে আপনি যে লেখাকে বড় বা ছোট করবেন সে লেখাটিকে সিলেক্ট করুন। Shift + এ্যারো কী গুলোর মাধ্যমে আপনি লেখাকে ডানে বামে বা উপরে নিচে সিলেক্ট করতে পারবেন। আর সম্পূন ডকুমেন্টের লেখাকে সিলেক্ট করতে চাইলে কীবোর্ড থেকে Ctrl + A চাপুন।
লেখা সিলেক্ট থাকা অবস্থায় আপনি কীবোর্ড থেকে  Ctrl + ] চাপতে থাকুন তাহলে দেখবেন লেখার ফন্ট সাইজ বাড়েতেছে !!!!!!!
এবার লেখা সিলেক্ট থাকা অবস্থায় আপনি কীবোর্ড থেকে  Ctrl + [  চাপতে থাকুন তাহলে দেখবেন লেখার ফন্ট সাইজ কমতেছে !!!!!!!


No comments:

Post a Comment

Blogger Widgets