আশাকরি সবাই ভাল আছেন। আমরা যারা কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহার করি অনেক সময়
দেখা যায় কম্পিউটার কিংবা ল্যাপটপটি কিছুটা ধীর গতিতে চলতে থাকে তখন আমরা
অনেকে ভীষন বিরক্ত বোধকরি। আজকে যে সফ্টওয়্যারটি কথা বলবো সেটি দিয়ে আমরা
কম্পিউটারের গতি বাড়িয়ে নিতে পারর খুব সহজেই।
Platinum Guard নামে ২
মেগাবাইটের সফটওয়্যারটি যেটার নির্মাতা স্বয়ং মাইক্রোসফট কোম্পানি।
সফটওয়ারটি উইন্ডোজের উপযোগী করেই তৈরি করা হয়েছে। সবচেয়ে কম সময়ে স্কেন
করে আপনার পিসিকে রকেটের গতি এনে দিবে। সফটওয়ারটি ডাউনলোড করে নিন এখানে ক্লিক করে, তারপর ইন্সটল করে ফেলুন।প্রথমে সফটওয়ারটি ওপেন করুন, নিচের মত দেখবেন…………
এবার আপনি উপরে যে অপশনগুলো দেখতেছেন, মানে internet explore cache, internet explore cookies ইত্যাদি ইত্যাদি যা দেখতেছেন
সবগুলোতে টিক মার্ক দিয়ে দিন, তারপর start smart cleaning process এ ক্লিক করুন, একটি ম্যাসেজ আসবে yes এ
ক্লিক করুন, এবার দেখবেন সবগুলো ফাইলকে ক্লিন করা শুরু হয়ে গেছে এবং ১০০% পার্সেনট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, নিচে দেখুন…………এবার দেখুন আপনার পিসি আগের চেয়ে অনেক গুন স্পিড হয়ে গেছে।
No comments:
Post a Comment