আমাদের ভুবনে আপনাকে স্বাগতম-- ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!! আমাদের সেন্টারে ভর্তির জন্য admission form- এ ক্লিক করে ভর্তি ফরম ডাউন লোড করে নিন। ধন্যবাদ।

আয় করুন দেশি সাইট থেকে !!! ১০০% প্রমানিত যাচাই করে দেখুন।

Adsense এর বিকল্প দেশী সাইট AmaderAd.com থেকে আয় করুন। 
গুগল অ্যাডসেন্স সম্পর্কে কম বেশি অনেকেরই ধারনা থাকলেও  অনেকেই টাকা পান নাই আবার অনেকে আবেদন করেও একাউন্ট ভেরিফাই করতে পারেননি। অনেকে ১০০ ডলার পুরন না করতে পাড়ায় চেক পাচ্ছেন না। অনেকে বাংলা ওয়েবসাইট বা ব্লগ এর কারনে আবেদন করতে পারছেন না। আবার মানসম্পন্য ব্লগ বা ওয়েবসাইট হলেও বাংলাদেশি বলে অবমূল্যায়ন করা হচ্ছে। এ সবকিছুর সমাধান নিয়ে এসেছে 



No des
বাংলাদেশি এই অনলাইন অ্যাডমিডিয়া থেকে যে সমস্ত সুবিধা পাওয়া যাবে সেগুলো হলো
১।  বাংলা অথবা ইংলিশ সাপোর্টেড ওয়েবপেজ বা ব্লগ।
২। রেভেনিউ শেয়ার ৭০% পর্যন্ত।
৩। পরবর্তী মাসের ৭ দিনের মধ্যে পেমেন্ট পাওয়ার সুবিধা।
৪। রয়েছে রেফারেল এর সুবাধা।
৫। ব্যাঙ্ক বা বিকাশ এর মাধ্যমে পেমেন্ট পাওয়ার সুবিধা।
৬। সর্বনিন্ম ১০০০টাকা পেমেন্ট সুবিধা।
৭। স্পেশাল SEO আর ট্রাফিক গাইড লাইন।
৮। যারা বেশি ইনকাম করতে চায় তাদের জন্যও রয়েছে ফ্রী গাইডলাইন।
যেহেতু ওরা নতুন, তাই সহজেই আপনার সাইট বা ব্লগটিকে ভেরিফাই করিয়ে নিতে পারবেন। সাইটটিতে রেজিষ্ট্রেশন করতে এই  লিংকে ক্লিক করুন।
 রেজিস্ট্রেশন কিভাবে?

  • প্রথমে http://www.amaderad.com/ লিঙ্কে যান।
  • Register বাটনে ক্লিক করুন, একটা ফর্ম আসবে যার উপরে লেখা Join with AmaderAd
  • সব কিছু পূরণ করুন (Company না দিলেও চলবে)এবং Join Now বাটনে ক্লিক করুন।


  • Google adsense bangla
    রেজিস্ট্রেশন করুণ
    • ইমেইল ভেরিফিকেশন করতে বলবে, সেটা করুন।
    • ভেরিফাই হয়ে গেলে অ্যাকাউন্টে Log In করুন।
                              যাদের সাইট/ব্লগ নেই
    • Earn More এ ক্লিক করুন।
    • Refer friends using below link লেখাটির নিচের লিঙ্কটি আপনার Referral Link। এই লিঙ্ক আপনার বন্ধুর সাথে বা ফেসবুক, টুইটারে শেয়ার করুণ। যদি কেউ Referral লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে, তবে আজীবন ১০% তাদের ইনকাম থেকে আপনি পাবেন।
    alternative of Adsense
    সাইট/ব্লগ না থাকলেও আয় করা যায়
                           যাদের সাইট/ব্লগ আছে
    • Add New Website এ ক্লিক করুন, পরবর্তী পেজে Submit Your Website Now এ ক্লিক করুন।


    adsense for bangla site
    আপনার সাইট/ব্লগ সাবমিট করুণ
    • সবকিছু পূরণ করে Add  Now এ ক্লিক করুন।
    ads for bangla blog
    ফর্মটি ভাল মত পূরণ করুণ
    • আপনার সাইট টি সাবমিট হয়ে গেল!
    • Approve এর জন্য অপেক্ষা করুন, Approve হয়েছে কিনা দেখার জন্য  My Sites এ ক্লিক করুন। নিচের ছবির মত আসবে।

    • Get Code এ ক্লিক করুন এবং আপনার পছন্দ মত অ্যাডের কোড কপি করে আপনার সাইট/ব্লগে বসান।
    ad for bangla blog
    আপনার সাইটটে কোড বসান
                          

    পেমেন্ট সিস্টেম          
    ১ . বিকাশ (bKash)                          ২ . ব্যাংক ডিপোজিট (Bank Deposit)

    সতর্কতাঃ নিজের সাইট/ব্লগের অ্যাড নিজে ক্লিক করবেন না, এতে আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে।
     

    2 comments:

    1. খুব ভালো লিখেছেন ধন্যবাদ ।সময় পেলে আমার ব্লগ টা একটু দেখলে খুশি হবো । ”ইন্টারনেট থেকে আয় করুণ সহজেই”

      ReplyDelete
    2. হুম ভাই আমাদের অ্যাড ভাল। তবে তাদের ক্লিক রেইট যা কম

      ReplyDelete

    Blogger Widgets