আমাদের ভুবনে আপনাকে স্বাগতম-- ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!! আমাদের সেন্টারে ভর্তির জন্য admission form- এ ক্লিক করে ভর্তি ফরম ডাউন লোড করে নিন। ধন্যবাদ।

পেনড্রাইভ ফরম্যাট না হলে কি করবেন?

Photo: পেনড্রাইভ ফরম্যাট না হলে কি করবেন?

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬



কাজের খাতিরে পেনড্রাইভের ব্যবহার অনেক। ভাইরাসে সংক্রমিত হলে অনেক সময় পেনড্রাইভ ফরম্যাট করা যায় না। এমন হলে বিকল্প উপায়ে পেনড্রাইভ ফরম্যাট করে নিতে হবে। প্রথমে পেনড্রাইভ কম্পিউটারে লাগিয়ে সেটির ড্রাইভে ডান ক্লিক করে Format-এ ক্লিক করে ফরম্যাট করার চেষ্টা করে দেখুন, সেটি ফরম্যাট হয় কি না। না হলে Win key+R চেপে রান চালু করুন। এখানে cmd লিখে এন্টার বোতাম চাপুন। কমান্ড প্রম্পট চালু হলে এখানে format লিখে একটা স্পেস দিয়ে :M লিখে এন্টার চাপুন।

খেয়াল রাখুন এখানে :M হবে কম্পিউটারে পাওয়া আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার। প্রথমবার এন্টার চেপে পরে আরেকবার এন্টার চাপতে হবে। এভাবে পেনড্রাইভ ফরম্যাট করতে সময় বেশি লাগবে, কিন্তু সত্যিকারের কাজটি হবে। যদি ওপরের নিয়মে সন্তুষ্ট হতে না পারেন, তাহলে আপনার জন্য ভালো হবে আনলকার সফটওয়্যারটি ব্যবহার করা।

http://goo.gl/nRxjTw ওয়েব ঠিকানায় গিয়ে সফটওয়্যারটি (৩৯৪ কিলোবাইট) নামিয়ে কম্পিউটারে ইনস্টল করে নিন।

এবার পেনড্রাইভে ডান ক্লিক করে Unlocker-এ ক্লিক করে পরের বার্তায় Yes চাপুন। আনলকের জন্য উইন্ডো চালু হবে। No action থেকে Delete বেছে নিয়ে ওকে বা আনলক করুন। পেনড্রাইভ কোনো কারণে লক হয়ে গেলে এটি করার প্রয়োজন হবে। যদি লক না থাকে, তাহলে একটি বার্তার মাধ্যমে তা জানিয়ে দেবে। আনলক খুলে নিয়ে পরেরবার আবার চেষ্টা করলে পেনড্রাইভ ফরম্যাট করা যাবে।কাজের খাতিরে পেনড্রাইভের ব্যবহার অনেক। ভাইরাসে সংক্রমিত হলে অনেক সময় পেনড্রাইভ ফরম্যাট করা যায় না। এমন হলে বিকল্প উপায়ে পেনড্রাইভ ফরম্যাট করে নিতে হবে। প্রথমে পেনড্রাইভ কম্পিউটারে লাগিয়ে স...েটির ড্রাইভে ডান ক্লিক করে Format-এ ক্লিক করে ফরম্যাট করার চেষ্টা করে দেখুন, সেটি ফরম্যাট হয় কি না। না হলে Win key+R চেপে রান চালু করুন। এখানে cmd লিখে এন্টার বোতাম চাপুন। কমান্ড প্রম্পট চালু হলে এখানে format লিখে একটা স্পেস দিয়ে :M লিখে

সফটওয়্যার ছাড়াই ব্যবহার করুন Online Skype

Photo: সফটওয়্যার ছাড়াই ব্যবহার করুন Online Skype
=-=-=-=-=-=--=-=-=-=-=-=--=--=-=-=-
অনলাইনে চ্যাট,ভিডিও চ্যাট,ভয়েস চ্যাট-চ্যাটের রয়েছে ইত্যাদি নানা ধরন।ভিডিও এবং ভয়েস চ্যাটের জন্য জনপ্রিয় মাধ্যম হলো স্কাইপি ।চ্যাটপ্রেমীদের কাছে স্কাইপির জনপ্রিয়তা তুমুল।

আপনি সবসময় তো সফটওয়্যার দ্বারাই ব্যবহার করলেন এবার আসুন একটু সফটওয়্যার ছাড়া স্কাইপি ব্যবহার করি। এর জন্য আপনার যেতে হবে একটা সাইটে,এই সাইটে রয়েছে সফট ছাড়াই স্কাইপিতে চ্যাট করার সুন্দর ব্যবস্থা ।
আপনি নিচে দেওয়া লিঙ্ক এ গিয়ে Sing up করে লগইন করুন ।
ওয়েবসাইটে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন।
https://imo.im/register

লাইক দিযে সাথে থাকুনঅনলাইনে চ্যাট,ভিডিও চ্যাট,ভয়েস চ্যাট-চ্যাটের রয়েছে ইত্যাদি নানা ধরন।ভিডিও এবং ভয়েস চ্যাটের জন্য জনপ্রিয় মাধ্যম হলো স্কাইপি । চ্যাটপ্রেমীদের কাছে স্কাইপির জনপ্রিয়তা তুমুল।

আপনি সবসময় তো সফটওয়্যার দ্বারাই ব্যবহার করলেন এবার আসুন একটু সফটওয়্যার ছাড়া স্কাইপি ব্যবহার করি।

Computer- BIOS Password ভুলে গেলে আপনার করণীয়

Photo: Computer- BIOS Password ভুলে গেলে আপনার করণীয়
==============================
BIOS = Basic Input/Output System
বায়োস পাসওয়ার্ডের মাধ্যমে আমরা কম্পিউটারকে অনাক্ষাংখীত ব্যবহার থেকে রক্ষা করতে পারি। বায়োসে দুই ধরনের পাসওয়ার্ড সেট করা যায়। এক ধরনের পাসওয়ার্ড হল পাওয়ার অন করার পর পাসওয়ার্ড চাইবে, সঠিক পাসওয়ার্ড দিতে ব্যার্থ হলে কম্পিউটার চালু হবে না। এবং অন্য ধরনের পাসওয়ার্ড হল কম্পিউটার অন হবে কিন্তু বায়োস সেটিংসে ঢুকতে গেলে পাসওয়ার্ড চাইবে। অনেক সময় দেখা যায়, ব্যবহারকারী বায়োস পাসওয়ার্ড ভুলে গেছেন তাই কম্পিউটার অন করতে পারছেন না। অথবা কারো কাছ থেকে ব্যবহৃত কম্পিউটার কিনেছেন বায়োস সেটিংসে ঢুকতে গিয়ে দেখলেন পাসওয়ার্ড চাইছে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে বায়োস পাসওয়ার্ড বাইপাস বা রিসেট করার প্রয়োজন হয়। নিচের তিন পদ্ধতিতে আপনি এই কাজটি করতে পারেন।

১. বায়োস ব্যাটারী খুলে:
-----------------------
মাদারবোর্ডে একটু খেয়াল করলেই দেখতে পাবেন একটা চ্যাপ্টা ব্যাটারী লাগানো আছে। এই ধরনের ব্যাটারী হাতঘড়িতে ও ব্যবহার করা হয়। সাবধানে ব্যাটারীটি খুলে ফেলুন(অবশ্যই কম্পিউটার বন্ধ অবস্থায়)। ১০ থেকে ১৫ মিনিট পর ব্যাটারীটি লাগিয়ে কম্পিউটার চালু করুন। পাসওয়ার্ড মুছে যাওয়ার কথা। তবে কিছু মাদারবোর্ডে ক্যাপাসিটর ব্যবহার করা হয় পাওয়ার ব্যাকআপ রাখার জন্য। এই ধরনের মাদারবোর্ডে ১০/১৫ মিনিটে কাজ হবে না। অন্তত ২৪ ঘন্টার জন্য ব্যাটারীটি খুলে রাখুন। পাসওয়ার্ড মুছে যাবে। কিছু কিছু মাদারবোর্ডে ব্যাটারীটি সোল্ডার করা থাকে। এক্ষেত্রে সোল্ডারিংয়ের অভীজ্ঞতা না থাকলে অভীজ্ঞ কাউকে দিয়ে ব্যাটারীটি খুলিয়ে নিন। শেষ কথা হল, আধুনিক কিছু কিছু মাদারবোর্ডে বিশেষ করে ল্যাপটপের মাদারবোর্ডের ব্যাটারী খুলে কাজ হয় না। এই ধরনের মাদারবোর্ডের ক্ষেত্রে পরবর্তী পদ্ধতিগুলো চেষ্টা করুন।

২. জাম্পার অথবা DIP সুইচ এর মাধ্যমে:
---------------------------------------------
অনেক মাদারবোর্ডে জাম্পার অথবা ডিপ সুইচের মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করার ব্যবস্থা থাকে। এক্ষেত্রে জাম্পার বা ডিপ সুইচের পাশে লেখা থাকে কোন ধরনের সেটিংস দিতে হবে। মাদারবোর্ডে লেখা না থাকলে মাদারবোর্ডের সাথে দেওয়া ম্যানুয়াল পড়ে অথবা মাদারবোর্ড প্রস্তুতকারী কোম্পানীর ওয়েবসাইট থেকে ও জেনে নিতে পারেন।
৩. গোপন পাসওয়ার্ডের মাধ্যমে:
-----------------------
অনেক বায়োস প্রস্তুতকারী কোম্পানী তাদের বায়োসে কিছু গোপন পাসওয়ার্ড দিয়ে রাখে। এই পাসওয়ার্ড দিয়ে অন্য পাসওয়ার্ডগুলোকে বাইপাস করে চলে যাওয়া যায়। নিচে এধরনের একটা তালিকা দেওয়া হল।
Award BIOS এর জন্য:

ALFAROME, BIOSTAR, KDD, ZAAADA, ALLy, CONCAT, Lkwpeter, ZBAAACA, aLLy, CONDO, LKWPETER, ZJAAADC, aLLY, Condo, PINT, 01322222, ALLY, d8on, pint, 589589, aPAf, djonet, SER, 589721, _award, HLT, SKY_FOX, 595595, AWARD_SW, J64, SYXZ, 598598, AWARD?SW, J256, syxz, AWARD SW, J262, shift + syxz, AWARD PW, j332, TTPTHA, AWKWARD, j322, awkward ইত্যাদি।
AMI BIOS এর জন্য:

AMI, BIOS, PASSWORD, HEWITT RAND, AMI?SW, AMI_SW, LKWPETER, CONDO ইত্যাদি।
Phoenix BIOS এর জন্য:

phoenix, PHOENIX, CMOS, BIOS ইত্যাদি।
কিছু কমন পাসওয়ার্ড:

ALFAROME, BIOSTAR, biostar, biosstar, CMOS, cmos, LKWPETER, lkwpeter, setup, SETUP, Syxz, Wodj ইত্যাদি।
অন্যান্য কোম্পানীর BIOS Password:

কোম্পানী = = পাসওয়ার্ড
VOBIS & IBM = = merlin
Dell = = Dell
Biostar = = Biostar
Compaq = = Compaq
Enox = = xo11nE
Epox = = central
Freetech = = Posterie
IWill = = iwill
Jetway = = spooml
Packard Bell = = bell9
QDI = = QDI
Siemens = = SKY_FOX
TMC = = BIGO
Toshiba = = Toshiba
Toshiba = = BIOS

বেশিরভাগ Toshiba Laptop এবং কিছু Desktop এ বুট হওয়ার সময় কিবোর্ডের বাম পাশের Shift কী চেপে ধরে রাখলে ও বায়োস পাসওয়ার্ড বাইপাস করা যায়। পিসি বুট হবার সময় খুব দ্রুত মাউসের বাটন দুটি চাপতে থাকলে IBM Aptiva BIOS এর পাসওয়ার্ড বাইপাস করা যায়। —BIOS = Basic Input/Output System
বায়োস পাসওয়ার্ডের মাধ্যমে আমরা কম্পিউটারকে অনাক্ষাংখীত ব্যবহার থেকে রক্ষা করতে পারি। বায়োসে দুই ধরনের পাসওয়ার্ড সেট করা যায়। এক ধর...নের পাসওয়ার্ড হল পাওয়ার অন করার পর পাসওয়ার্ড চাইবে, সঠিক পাসওয়ার্ড দিতে ব্যার্থ হলে কম্পিউটার চালু হবে না। এবং অন্য ধরনের পাসওয়ার্ড হল কম্পিউটার অন হবে কিন্তু বায়োস সেটিংসে ঢুকতে গেলে পাসওয়ার্ড চাইবে। অনেক সময় দেখা যায়, ব্যবহারকারী বায়োস পাসওয়ার্ড ভুলে গেছেন তাই কম্পিউটার অন করতে পারছেন না। অথবা কারো কাছ থেকে ব্যবহৃত কম্পিউটার কিনেছেন বায়োস সেটিংসে ঢুকতে গিয়ে দেখলেন পাসওয়ার্ড চাইছে।

র‍্যাম সুস্থ সবল রাখতে যা করতে পারেন।

আমরা অবিরাম কম্পিউটার ব্যবহার করতে করতে আমাদের কম্পিউটারের র‍্যাম কিছুটা জ্যাম হয়ে যায়, এবং তখন দরকার হয় একে ইজি করার, আর তখন ‘র‍্যামরাস’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে র‍্যামের গতি কিছুটা বাড়িয়ে নেওয়া যায়। মাত্র ৫৩৪ কিলোবাইটের এই সফটওয়্যারটি

রোমান সংখ্যা গুলি জেনে নিন ১ থেকে ৩০০ পর্যন্ত

Full list of roman numerals from 1 to 300. Click on any roman numeral to discover how to read it. We hope you have found this information useful. Please, consider to like this site on Facebook.

সহজ উপায়ে Skype-এর কল রেকর্ড করুন

আমরা সবাই Skype দিয়ে সাধারণত কথা বলে থাকি । অনেক সময় আমরা আমাদের প্রিয় জনের কথা রেকর্ড করতে চাই । দেখুন কি ভাবে তা করা য়ায।Skype-এর কল রেকর্ড করুন iFree Skype Recorder দিয়ে
নেট ব্যবহার করে এমন বেশীর ভাগ মানুষই Skype ব্যবহার করে ফ্রিতে কল করতে । Skype কল রেকডিংয়ের অনেক সফটওয়্যার আছে । তাদের মধ্যে অন্যতম হল

সুন্দর একটি জীবনবৃত্তান্ত (CV) তৈরীর কৌশল

আপনার জীবনবৃত্তান্ত (CV) হচ্ছে একজন সম্ভাব্য চাকুরীদাতার কাছে একজন চাকুরীপ্রার্থী হিসাবে উপস্থাপন করার প্রাথমিক মাধ্যম ৷ কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় চাকুরীপ্রার্থীরা তাদের জীবনবৃত্তান্ত সুন্দর এবং সঠিকভাবে তৈরী করার ব্যপারে গুরুত্ব প্রদান করে না ৷ ফলশ্রুতিতে অনেক যোগ্য প্রার্থীই Job Interview তে ডাক পায় না এবং যোগ্যতা প্রমানের সুযোগ থেকে বঞ্চিত হয় ৷...

আপনার জীবনবৃত্তান্ত (CV) তৈরীর আগে যে সকল বাস্তবতার দিকে নজর রাখবেন---

বাংলা ওয়েব সাইট বা ব্লগ সাইটে এ্যাড দিয়ে আয় করুন

বাংলা ওয়েব সাইটে এ্যাড দেওয়ার জন্য এলো ওয়েব সাইট http://www.poishakori.comগুগুল কর্তৃক পরিচালিত এ্যাড প্রোগ্রাম গুগুল এডসেন্স সাধারণত বাংলা ব্লগে ব্যবহার করা যায় না এবং এর শর্তও কঠিন, তাই এর বিপরীতে এ্যাড দেওয়ার কিছু কোম্পানী বা সাইট রয়েছে। সবারইকমবেশি শর্ত রয়েছে ও ইংরেজী সাইটেই দ্রুত এ্যাড আবেদন অনুমোদন করে। কিন্তু এখন চালু হয়েছে বাংলাতে এ্যাড দেওয়ার এডভারটাইজিং প্রতিষ্ঠান পয়সাকরি ডট কম। সাইটি বাংলা ওয়েব সাইট কিংবা ব্লগ সাইটে এ্যাড প্রদান করে থাকে। প্রতিষ্ঠানটি ২০০৩ সাল থেকে এ্যাড কোম্পানী হিসেবে কাজ করে আসছে। যারা বাংলা ভাষায় ব্লগিং করেন,

Toke Jobo Unnaon Computer Academy: জাতীয় পরিচয়পত্র হারালে ও সংশোধন করতে

Toke Jobo Unnaon Computer Academy: জাতীয় পরিচয়পত্র হারালে ও সংশোধন করতে: বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রকল্প অফিসে প্রতিদিন দেখা যায় অসংখ্য মানুষের ভিড়। তাঁদের কেউ এসেছেন হারানো জাতীয় পরিচয়পত্র নতুন করে তুলতে, ...

চাকরি বিষয়ক বিভিন্ন সাইট

এক সাইট- এ দেখুন চাকরি বিষয়ক সকল সাইট--------

Blogger Widgets