আমাদের ভুবনে আপনাকে স্বাগতম-- ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!! আমাদের সেন্টারে ভর্তির জন্য admission form- এ ক্লিক করে ভর্তি ফরম ডাউন লোড করে নিন। ধন্যবাদ।

র‍্যাম সুস্থ সবল রাখতে যা করতে পারেন।

আমরা অবিরাম কম্পিউটার ব্যবহার করতে করতে আমাদের কম্পিউটারের র‍্যাম কিছুটা জ্যাম হয়ে যায়, এবং তখন দরকার হয় একে ইজি করার, আর তখন ‘র‍্যামরাস’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে র‍্যামের গতি কিছুটা বাড়িয়ে নেওয়া যায়। মাত্র ৫৩৪ কিলোবাইটের এই সফটওয়্যারটি এই ঠিকানা থেকে নামিয়ে নিন। সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করলে নিচে ডানে টাস্কবারে একটি আইকন আসবে। ওই আইকনে ক্লিক করে start optimize অপশনে ক্লিক করলে র‌্যামের গতি আগের চেয়ে কিছুটা বাড়বে। এ ছাড়া র‌্যামের জায়গা কখনো ৮ শতাংশের কম ফ্রি হলে সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে অপটিমাইজের মাধ্যমে র‌্যামের জায়গা বৃদ্ধি করবে।সবাই ভালো থাকবেন।

No comments:

Post a Comment

Blogger Widgets