আমাদের ভুবনে আপনাকে স্বাগতম-- ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!! আমাদের সেন্টারে ভর্তির জন্য admission form- এ ক্লিক করে ভর্তি ফরম ডাউন লোড করে নিন। ধন্যবাদ।

সহজ উপায়ে Skype-এর কল রেকর্ড করুন

আমরা সবাই Skype দিয়ে সাধারণত কথা বলে থাকি । অনেক সময় আমরা আমাদের প্রিয় জনের কথা রেকর্ড করতে চাই । দেখুন কি ভাবে তা করা য়ায।Skype-এর কল রেকর্ড করুন iFree Skype Recorder দিয়ে
নেট ব্যবহার করে এমন বেশীর ভাগ মানুষই Skype ব্যবহার করে ফ্রিতে কল করতে । Skype কল রেকডিংয়ের অনেক সফটওয়্যার আছে । তাদের মধ্যে অন্যতম হল
iFree Skype Recorder । এটি আসলেই একটি কাজের সফটওয়্যার । এর দ্বারা যতক্ষন ইচ্ছা Skype কল ফ্রিতে রেকর্ড করতে পারবেন । এটি খুবই হালকা একটি টুল । এর ব্যবহারের ইন্টারফেসও অনেক সহজ , তাই যে কেউ অনায়েসে এটি ব্যবহার করতে পারবে । এটি চালাতে পিসিতে Skype ইন্সটল থাকতে হবে । সফটওয়্যারটি প্রথমবার চালালে এটি Skype থেকে অথরাইজেশন চাইবে তা করে দিলেই শুরু করতে পারবেন কল রেকডিং । এটি Windows Vista এবং Seven এ কাজ করে ।

 বিশেষ কিছু ফিচার:
১. যেকোন এক প্রান্ত বা উভয় প্রান্তের সাউন্ড রেকডিং ।
২. ম্যানুয়াল বা অটোমেটিক কল রেকডিং ।
৩. কল রেকডিং mp3 ফরম্যাটে করা যায় ।
৪. এতে রেকডিং প্লে করতে বিল্টইন প্লেয়ার আছে ।
৫. এটি Skype-টু-Skype কল, SkypeOut অথবা SkypeIn calls, Conference কল ইত্যাদি রেকর্ড করতে পারে ।

No comments:

Post a Comment

Blogger Widgets