একটি কম্পিউটার সিস্টেমের সকল কম্পোনেন্ট
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে সর্ব বৃহৎ সার্কিট কার্ডতির সাথে সম্পৃক্ত করা
হয় তাকে মাদারবোর্ড বলা হয় । কম্পিউটারে যে কোন যন্ত্রাংশই প্রত্যক্ষ ও
পরোক্ষ ভাবে মাদারবোর্ডের সাথে অ্যাড আছে ।
মাদারবোর্ড
মাদারবোর্ড
মূলত কম্পিউটার সিস্টেমের সকল ডিভাইসের মধ্যে বাস স্পীড দ্বারা সংযোগ
দেয়া হয় । আগে অনেক ডিভাইস ,মাদারবোর্ড এক্সটেনশন স্লটের সাথে লাগিয়ে
পারস্পরিক সংযোগ দেয়া হয় । বর্তমানে এ সকল ডিভাইস মাদারবোর্ডের সাথে
বিল্ড ইন অবস্থায় থাকে ।ফলে এ সকল ডিভাইস গুলো আলাদা ভাবে ইন্সটল দিতে হয়
না ।একটি পেন্টিয়াম মাদারবোর্ডে উপরে বাস স্লটসমুহ থাকে ।এ সকল বাস স্লটে
সিস্টেম এডাঁপটার সমূহ যেমন ভিডিও ,সাউন্ড, নেটওয়ার্কিং ইত্যাদি কার্ড
সমূহ স্থাপন হয় এবং অপর প্রান্তে স্ক্রু দিয়ে আটকিয়ে দিতে হয় ।
মাদারবোর্ডের উপর ডান দিকে র্যাম স্লট থাকে ।এছাড়া মাদারবোর্ডে ১/০ কার্ড
, ফ্লোপি ড্রাইভ কান্টোলার , দুটি IDE চেইন কানেক্টর