আমাদের ভুবনে আপনাকে স্বাগতম-- ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!! আমাদের সেন্টারে ভর্তির জন্য admission form- এ ক্লিক করে ভর্তি ফরম ডাউন লোড করে নিন। ধন্যবাদ।

মাদারবোর্ড সম্পর্কে A to Z বাংলা টিউটোরিয়াল...

একটি কম্পিউটার সিস্টেমের সকল কম্পোনেন্ট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে সর্ব বৃহৎ সার্কিট কার্ডতির সাথে সম্পৃক্ত করা হয় তাকে মাদারবোর্ড বলা হয় । কম্পিউটারে যে কোন যন্ত্রাংশই প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে মাদারবোর্ডের সাথে অ্যাড আছে ।
মাদারবোর্ড

মাদারবোর্ড মূলত কম্পিউটার সিস্টেমের সকল ডিভাইসের মধ্যে বাস স্পীড দ্বারা সংযোগ দেয়া হয় । আগে অনেক ডিভাইস ,মাদারবোর্ড এক্সটেনশন স্লটের সাথে লাগিয়ে পারস্পরিক সংযোগ দেয়া হয় । বর্তমানে এ সকল ডিভাইস মাদারবোর্ডের সাথে বিল্ড ইন অবস্থায় থাকে ।ফলে এ সকল ডিভাইস গুলো আলাদা ভাবে ইন্সটল দিতে হয় না ।একটি পেন্টিয়াম মাদারবোর্ডে উপরে বাস স্লটসমুহ থাকে ।এ সকল বাস স্লটে সিস্টেম এডাঁপটার সমূহ যেমন ভিডিও ,সাউন্ড, নেটওয়ার্কিং ইত্যাদি কার্ড সমূহ স্থাপন হয় এবং অপর প্রান্তে স্ক্রু দিয়ে আটকিয়ে দিতে হয় । মাদারবোর্ডের উপর ডান দিকে র‍্যাম স্লট থাকে ।এছাড়া মাদারবোর্ডে ১/০ কার্ড , ফ্লোপি ড্রাইভ কান্টোলার , দুটি IDE চেইন কানেক্টর

কম্পিউটারের সমস্যা ও তার সমাধান (A to Z) [১ম পর্ব - হার্ডওয়্যার পরিচিতি]

প্রযুক্তির এই যুগে কম্পিউটার একটি গুরুত্বপূর্ন বিষয়। আজকে আমি কম্পিউটারের হার্ডওয়্যারের যাবতীয় যন্ত্রাংশের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব।

১। কেচিংঃ মানুষের যেমন শরীর, কম্পিউটারের বেলায় সেটি হল কেচিং। এর ভিতরে কম্পিউটারের যাবতীয় হার্ডওয়্যার থাকে। যেমন : মাদারবোর্ড, র‌্যাম, প্রসেসর, হার্ড ডিস্ক, অপটিকেল ড্রাইভ পাওয়ার সাপ্লাই ইত্যাদি। সাধারনত কেচিং এর সাথে পাওয়ার সাপ্লাই থাকে। কম্পিউটারের পাওয়ার বাটন ও রিসেট বাটন কেচিং এর সামনে থাকে। এছাড়াও কেচিং এ সামনের অংশে একটি ফ্রন্ট প্যানেল থাকে। এবং ফ্রন্ট প্যানেলের মধ্যে থাকে ‍অডিও আউটপুট, মাইক্রোফোন, ইউএসবি। 
https://www.facebook.com/atoztechnologybd

২। পাওয়ার সাপ্লাইঃ পাওয়ার সাপ্লাই কম্পিউটারের প্রত্যেকটি ডিভাসইকে ভোল্টেজ

পাওয়ার সাপ্লাই নিয়ে A- Z টিউটরিয়াল...

atoztechnologyযে কোন ইলেকট্রিক ডিভাইস চলতে বিদ্যুতের প্রয়োজন হয়। তেমনি কম্পিউটার ডিভাইসগুলো চলতে ও বিদ্যুতের প্রয়োজন হয়। আর এই বিদ্যুৎ সরবরাহ করে থাকে পাওয়ার সাপ্লাই। তাহলে নিশ্চই বুঝতে পারছেন পাওয়ার সাপ্লাইয়ের গুরুত্ব কতটা। এই টিউনে আমি পাওয়ার সাপ্লাই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

প্রথমে আমি দুটি কথা বলে নেই, আজকাল অনেকেই প্রশ্ন করে কম্পিউটার ধীর গতিতে কাজ করে, কি করতে পারি? এর উত্তরে ৭০% লোকই বলে র‌্যামের সাইজ বাড়ান। কিন্তু কেউই পাওয়ার সাপ্লাইয়ের কথা বলে না। অথচ পাওয়ার সাপ্লাই কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যারের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করে উক্ত হার্ডওয়্যারকে সচল রাখে। পাওয়ার সাপ্লাই যদি কম্পিউটার ডিভাইসকে সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করতে না পারে, তাহলে অনায়াসে আপনার পিসি হ্যাং, রির্স্টাট, পাওয়ার প্রবলেম, স্লো ইত্যাদি সমস্যা করবে। এছাড়াও পিসির বিভিন্ন হার্ডওয়্যারের

কম্পিউটার চালু হচ্ছে না ? পাওয়ার এলইডি জ্বলে না ? কোন ফ্যান ঘুরে না ?

 

কম্পিউটার চালু হচ্ছে না ? পাওয়ার এলইডি জ্বলে না ? কোন ফ্যান ঘুরে না ? চলুন দেখে নিই সমাধান---------

১। এ ধরনের সমস্যা ডেস্কটপ কম্পউটারের একটি সাধারন সমস্যা । এবং এ ধরনের সমস্যাগুলো ৯৫% পাওয়ার সাপ্লাই থেকে হয়ে থাকে। প্রথমে আমাদের পাওয়ার সাপ্লাইটি চেক করতে হবে। মাদারবোর্ড থেকে পাওয়ার সাপ্লাইয়ের সকল কানেকশান খুলে ফেলতে হবে। এখন পাওয়ার সাপ্লাইয়ের ২০/২৪ পিনের ক্যাবলটির যে কোন একটি কালো পিন এবং সবুজ পিনটি একটি তার দিয়ে সংযুক্ত করে করে দিন। তারপর পাওয়ার

১১টি দেশের ভিসা চেক

Visaঅনলাইনে ইন্টারনেটে থেকে চেক করে নিন আমেরিকা, ব্রিটেন, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ওমানের সহ ১১ টি দেশের ভিসা, এর মাধ্যমে খুব সহজে আপনি চেক করে নিতে পারবেন। অনলাইনে ভিসা চেক করার নিয়ম নিম্নে দেওয়া দেশ অনুযায়ী লিংক দেয়া হল । 

ভিসার আবেদনের দিকনির্দেশনা ছাড়াও প্রাপ্ত ভিসার বৈধতা যাচাই ও প্রক্রিয়াধীন ভিসা আবেদনের স্ট্যাটাস জানার সুযোগও রয়েছে অনেক দেশের সংশ্লিষ্ট ওয়েব সাইটে।

চলুন জেনে নিই ফেসবুক এর সংক্ষিপ্ত ইতিহাস

facebook-techtonesbd.comসামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক এর পথ চলার ১০ বছর পূর্ণ হলো। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটি ঘরে পথচলা শুরু করার পর ১০০ কোটি ব্যবহারকারীর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে দ্রুত সামনে এগিয়ে যাচ্ছে ফেসবুক। শুভ জন্মদিন, ফেসবুক। হার্ভার্ড ইউনিভার্সিটির ছোট ডরমেটরিতে ৪ ফেব্রুয়ারি ফেসবুক চালু করেছিলেন মার্ক জাকারবার্গ। ফেসবুকের তথ্য অনুযায়ী, শুধু কলেজপড়ুয়া শিক্ষার্থীদের জন্যই চালু করা হয়েছিল ফেসবুক।
সাইটটিতে বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছয় লাখ। এর মধ্যে প্রতিদিন ৬১ কোটি ৮০ লাখ ব্যবহারকারী দিনে অন্তত একবার ফেসবুকে লগ ইন করেন। মোবাইল ফোন থেকে প্রতিদিন ফেসবুকে লগ ইন করেন ১৫ কোটি ৭০ লাখ ব্যবহারকারী।

ওয়েব বিজ্ঞাপন ও গ্রাহকের অধিকার সম্পর্কে জানুন

আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নিয়মিত ওয়েবসাইট ঘাটাঘাটি করছেন তারা খুব ভাল করেই ওয়েবসাইট বিজ্ঞাপনগুলো দেখছেন। বিজ্ঞাপনের কথা বলা হলো তবে বিজ্ঞাপন নিয়েই যত সমস্যার সৃষ্টি হয়েছে বিশাল এই ইন্টারনেটে। লাগাম ছাড়া এই বিজ্ঞাপনের বাজারকে সঠিক নিয়ন্ত্রণ করাটা জরুরি। লাগামহীন এই সব বিজ্ঞাপনগুলো যে বিভিন্নভাবে ইন্টারনেট ব্যবহারকারীদের ক্ষতি করছে, তা নিয়ে মাথা ঘেমেছে অনেকেরই। তবে ২০০২ সালে সর্ব প্রথম এই ভাবনা আসলেও বাস্তবায়িত হয়নি। তবে ২০০৯ এর ভাবনাটা একটু ভিন্নরূপে প্রকাশ করেছে আমেরিকার সংসদ সদস্য রিক বাউচার। শুধু রিক বাউচারই নয় তার সাথে আছে আরো দু’জন সংসদ সদস্য। তারা যথাক্রমে ক্লিফ স্টিয়ানর্স ও জু বারটন।

লাগামহীন উন্মত্ত্ব বিজ্ঞাপনকে লাগাম পরানোর উদ্যোগকে সবাই ভাল চোখেই দেখছে। ওয়েব সাইটে বিজ্ঞাপনগুলো মানুষকে যেমন উপকৃত করছে সেই সাথে বিশাল ক্ষতিরও কারণ হচ্ছে। তাই ব্যবহারকারী সতর্ক থাকলেও বিজ্ঞাপনের

কি ভাবে ডিলিট হওয়া ফাইল বা ইমেজ উদ্ধার করবেন জেনে নিন

আমাদের সবার সাথে পৃথিবির অনেক tools পরিচিত যেই গুলো সাধারণত file অথবা image recovery করে থাকে । এই কাজ গুলো করার সময় কোনো কোনো সফটয়্যার ভালো কাজ করে আবার কোনোটা করেনা।
তাই আমাদের চাই একটা ভালো সফটয়্যার। যেটি কাজ করবে খুব ভালো ভাবে আমাদের মনের মত এবং খুব সহজ। আর সেই কাজ গুলো করে থাকে Ontrack EasyRecovery  নামক এই দারুন সফটয়্যারটি।
তাহলে আর দেরি কেন আমরা এখনি শুরু করে দেই।
কিভাবে restore করবেন deleted files এবং image গুলো।

বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা নাম জানুন

বিশ্বের গুরত্বপূর্ণ সংবাদ সংস্থা 

সংবাদ সংস্থা দেশ
এজেন্সি ফ্রান্স প্রেস (AFP) ফ্রান্স
এসোসিয়েটড প্রেস (AP) যুক্তরাষ্ট্র
রয়টার্স (Reuters) যুক্তরাষ্ট্র
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI) ভারত
সিনহুয়া (Xinhua) চীন
বাংলাদেশ সংবাদ সংস্থা (BSS) বাংলাদেশ
এ.ডি.এন (ADN) জার্মানী

পেনড্রাইভ ফরম্যাট না হলে কি করবেন?

Photo: পেনড্রাইভ ফরম্যাট না হলে কি করবেন?

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬



কাজের খাতিরে পেনড্রাইভের ব্যবহার অনেক। ভাইরাসে সংক্রমিত হলে অনেক সময় পেনড্রাইভ ফরম্যাট করা যায় না। এমন হলে বিকল্প উপায়ে পেনড্রাইভ ফরম্যাট করে নিতে হবে। প্রথমে পেনড্রাইভ কম্পিউটারে লাগিয়ে সেটির ড্রাইভে ডান ক্লিক করে Format-এ ক্লিক করে ফরম্যাট করার চেষ্টা করে দেখুন, সেটি ফরম্যাট হয় কি না। না হলে Win key+R চেপে রান চালু করুন। এখানে cmd লিখে এন্টার বোতাম চাপুন। কমান্ড প্রম্পট চালু হলে এখানে format লিখে একটা স্পেস দিয়ে :M লিখে এন্টার চাপুন।

খেয়াল রাখুন এখানে :M হবে কম্পিউটারে পাওয়া আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার। প্রথমবার এন্টার চেপে পরে আরেকবার এন্টার চাপতে হবে। এভাবে পেনড্রাইভ ফরম্যাট করতে সময় বেশি লাগবে, কিন্তু সত্যিকারের কাজটি হবে। যদি ওপরের নিয়মে সন্তুষ্ট হতে না পারেন, তাহলে আপনার জন্য ভালো হবে আনলকার সফটওয়্যারটি ব্যবহার করা।

http://goo.gl/nRxjTw ওয়েব ঠিকানায় গিয়ে সফটওয়্যারটি (৩৯৪ কিলোবাইট) নামিয়ে কম্পিউটারে ইনস্টল করে নিন।

এবার পেনড্রাইভে ডান ক্লিক করে Unlocker-এ ক্লিক করে পরের বার্তায় Yes চাপুন। আনলকের জন্য উইন্ডো চালু হবে। No action থেকে Delete বেছে নিয়ে ওকে বা আনলক করুন। পেনড্রাইভ কোনো কারণে লক হয়ে গেলে এটি করার প্রয়োজন হবে। যদি লক না থাকে, তাহলে একটি বার্তার মাধ্যমে তা জানিয়ে দেবে। আনলক খুলে নিয়ে পরেরবার আবার চেষ্টা করলে পেনড্রাইভ ফরম্যাট করা যাবে।কাজের খাতিরে পেনড্রাইভের ব্যবহার অনেক। ভাইরাসে সংক্রমিত হলে অনেক সময় পেনড্রাইভ ফরম্যাট করা যায় না। এমন হলে বিকল্প উপায়ে পেনড্রাইভ ফরম্যাট করে নিতে হবে। প্রথমে পেনড্রাইভ কম্পিউটারে লাগিয়ে স...েটির ড্রাইভে ডান ক্লিক করে Format-এ ক্লিক করে ফরম্যাট করার চেষ্টা করে দেখুন, সেটি ফরম্যাট হয় কি না। না হলে Win key+R চেপে রান চালু করুন। এখানে cmd লিখে এন্টার বোতাম চাপুন। কমান্ড প্রম্পট চালু হলে এখানে format লিখে একটা স্পেস দিয়ে :M লিখে
Blogger Widgets