আমাদের ভুবনে আপনাকে স্বাগতম-- ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!! আমাদের সেন্টারে ভর্তির জন্য admission form- এ ক্লিক করে ভর্তি ফরম ডাউন লোড করে নিন। ধন্যবাদ।

মাইক্রোসফট অফিস ওয়ার্ডে বেকগ্রাউন্ডে জলছাপ ছবি দেয়ার পদ্ধতি ।

সবাইকে সালাম জানিয়ে আমি আমার প্রথম পোস্ট শেয়ার করছি। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে বেকগ্রাউন্ড পিকচার দিতে চাইলে প্রথমত আপনাকে যা করতে হবে তা হল
আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামটা চালু করতে হবে। এরপর আপনি প্রথমে Menu বার থেকে Format েএ যাবেন এরপর Background ক্লিক করে Printed Watermark সিলেক্ট করুন এবার Picture Watermark সিলেক্ট করে আপনার কাঙ্খিত ছবিটি সিলেক্ট করুন এরপর ok  ক্লিক করুন দেখবেন আপনার বেকগ্রাউন্ডে জলছাপ ছবিটি সেট গেছে।
আপনাদের সুবিধার্থে কিছু স্ক্রিনশট দিলাম।
Format > Background > Printed Watermark

এরপর Picture Watermark> Select Picture. এরপর একটি ছবি সিলেক্ট করে ok ক্লিক করুন।

No comments:

Post a Comment

Blogger Widgets