আমাদের ভুবনে আপনাকে স্বাগতম-- ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!! আমাদের সেন্টারে ভর্তির জন্য admission form- এ ক্লিক করে ভর্তি ফরম ডাউন লোড করে নিন। ধন্যবাদ।

Keyboard Shortcuts জানুন এবং আপনার কাজ সহজ করুন

আজকে আমি আপনাদের কিছু Keyboard Shortcuts এর কথা বলব, যে গুলির কিছু জানা আর কিছু অজানা। Keyboard Shortcuts গুলি আমাদের কাজ গুলি করা আরও সোজা এবং কম সময়ে করে দেই। তাই এগুলি জানলে আসা করি আপনাদের Computer এ কাজ আর একটু তাড়াতারি হবে।

Windows key + R = Run menu
This is usually followed by:
cmd = Command Prompt
iexplore + “web address” = Internet Explorer
compmgmt.msc = Computer Management
dhcpmgmt.msc = DHCP Management
dnsmgmt.msc = DNS Management
services.msc = Services
eventvwr = Event Viewer
dsa.msc = Active Directory Users and Computers
dssite.msc = Active Directory Sites and Services
Windows key + E = Explorer
ALT + Tab = Switch between windows
ALT, Space, X = Maximize window
CTRL + Shift + Esc = Task Manager
Windows key + Break = System properties
Windows key + F = Search
Windows key + D = Hide/Display all windows
CTRL + C = copy
CTRL + X = cut
CTRL + V = paste
এগুলো করার আগে কিন্তু একটা একটা কথা মনে রাখতে ভুল্বেন না,জে Window তে কাজ করতে চান সেটাতে “Right-click” করে
তারপর আপনি আপনার সঠিক window key এবং arrows অথবা letter ব্যবহার করে সব কিছু করতে পারবেন।
নিচে আরও কিছু Keyboard Shortcuts,
[Alt] and [Esc] Switch between running applications
[Alt] and letter Select menu item by underlined letter
[Ctrl] and [Esc] Open Program Menu
[Ctrl] and [F4] Close active document or group windows (does not work with some applications)
[Alt] and [F4] Quit active application or close current window
[Alt] and [-] Open Control menu for active document
Ctrl] Lft., Rt. arrow Move cursor forward or back one word
Ctrl] Up, Down arrow Move cursor forward or back one paragraph
[F1] Open Help for active application
Windows+M Minimize all open windows
Shift+Windows+M Undo minimize all open windows
Windows+F1 Open Windows Help
Windows+Tab Cycle through the Taskbar buttons
Windows+Break Open the System Properties dialog box
Run Box (Windows Key + R) or Start Run এ নিচের Commands গুলি type করুন।
devmgmt.msc = Device Manager
msinfo32 = System Information
cleanmgr = Disk Cleanup
ntbackup = Backup or Restore Wizard (Windows Backup Utility)
mmc = Microsoft Management Console
excel = Microsoft Excel (If Installed)
msaccess = Microsoft Access (If Installed)
powerpnt = Microsoft PowerPoint (If Installed)
winword = Microsoft Word (If Installed)
frontpg = Microsoft FrontPage (If Installed)
notepad = Notepad
wordpad = WordPad
calc = Calculator
msmsgs = Windows Messenger
mspaint = Microsoft Paint
wmplayer = Windows Media Player
rstrui = System Restore
netscp6 = Netscape 6.x
netscp = Netscape 7.x
netscape = Netscape 4.x
waol = America Online
control = Opens the Control Panel
control printers = Opens the Printers Dialog -

কোনও কিছু “Delete” করার জন্য “কোনও file” অথবা “কোনও word” কে select করুন এবং keyboard এ “delete” press করুন। কোনও কিছু “parmanent Delete করার জন্য “কোনও file” অথবা “কোনও word” কে select করুন এবং keyboard এর ” delete + Shift “press করুন।
একসঙ্গে সব কিছু select করার জন্য CTRL+A press করুন।
একাধিক manually select করার জন্য select করার সময় Ctrl টিপে ধরে সিলেক্ট করুন।
কোনও ফাইল কে rename করার জন্য F2 টিপুন।
কোনও Folder এ file সার্চ করার জন্য F3 টিপুন।
কোনও ফাইল এর Properties দেখার জন্য ফাইল টি কে সিলেক্ট করে “ALT+ENTER” টিপুন।
যখন CD-ROM এ কোনও CD ডুকাবেন , AUTO PLAY বন্ধ করতে হলে Shift টিপে ধরে থাকবেন।
আজ এই পর্যন্তই

No comments:

Post a Comment

Blogger Widgets