আমাদের ভুবনে আপনাকে স্বাগতম-- ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!! আমাদের সেন্টারে ভর্তির জন্য admission form- এ ক্লিক করে ভর্তি ফরম ডাউন লোড করে নিন। ধন্যবাদ।

এডবি ফটোশপে কালার পিকার ব্যবহার করে রঙ নির্বাচন

১. টুলবক্সের ফরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড বক্সে ক্লিক করুন। পর্দায় কালার পিকার ডায়ালগ বক্স আসবে।
২. ডায়ালগ বক্সের সিলেক্ট ব্যাকগ্রাউন্ড কালার এর নিচের রঙের বক্সের ডান পাশে ভার্টিক্যাল কালার বার রয়েছে। যে ধরনের রঙ নির্বাচন করতে চান কালার বারে সে ধরনের রঙ ক্লিক করুন অথবা াইডার মুভ করিয়ে সে ধরনের রঙে আসুন।
৩. বাম পার্শ্বের বড় কালার বক্সে নির্বাচিত রঙের বিভিন্ন মাত্রা (গাঢ় থেকে হালকা) প্রদর্শিত হবে। মাউস দিয়ে বৃত্তটি মুভ করিয়ে প্রিভিউ থেকে রঙ নির্বাচন করা যায়।
৪. কালার পিকার ডায়ালগ বক্সে রঙের বিভিন্ন মুড এইচএসবি, আরজিবি, ল্যাব এবং সিএমওয়াইকে এর মান নির্ধারণ করার জন্য টেক্সট বক্স রয়েচে। টেক্সট বক্সে মান বসিয়েও রঙ নির্বাচন করা যায়।
৫. কালার পিকচার থেকে ফর গ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার নির্বাচন করে সবশেষে ওকে করতে হবে।

No comments:

Post a Comment

Blogger Widgets