বিনা মূল্যে ই-মেইল আদান-প্রদানের সেবায় জিমেইল ব্যবহার করেন অনেকেই।
মাঝেমধ্যেই দেখা যায়, ইনবক্সে অসংখ্য ই-মেইল জমে আছে। এগুলো মুছতে গিয়ে
অনেকেই ঝামেলায় পড়ে যান।
হয়তো আপনার ইনবক্স এতটাই ভরে গেছে যে, সেগুলো
ক্রমান্বয়ে অথবা Mark করে Delete করা
বেশ সময়সাপেক্ষ। তবে নিচের পদ্ধতিতে খুব সহজেই ইনবক্সে থাকা মেইল মুছতে
পারবেন মাত্র এক ক্লিকেই। এ জন্য প্রথমে আপনার জিমেইল অ্যাকাউন্টে ঢুকুন।
এরপর ওপরের Search বক্সটিতে in:inbox লিখে Enter করুন। এবার Select অপশনের All বোতামে ক্লিক করুন অর্থাৎ Select All-এ ক্লিক করুন। এরপর Select all conversations that match this search—এই অপশনটি এলে সেটিতে ক্লিক করুন। এবার ওপর থেকে Delete অপশনটি ক্লিক করে Confirm করতে Ok করুন। দেখবেন, ইনবক্সের সব মেইল কয়েক সেকেন্ডে ডিলিট হয়ে ইনবক্স ফাঁকা করে দিয়ে Trash-এ জমা হয়েছে। Trash ফোল্ডারে মেইলগুলো ৩০ দিন সংরক্ষিত থাকে। এরপর আপনাআপনি সব মুছে যাবে। তাই প্রয়োজনীয় কোনো মেইল যদি রেখে দিতে চান, তবে Trash থেকে সেটি Send to inbox অথবা Archive করে রাখতে পারবেন।
No comments:
Post a Comment