উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিছু ফোল্ডারের নাম ও আইকন সাধারণ অবস্থায় নির্দিষ্ট থাকে। যেমন−কন্ট্রোল প্যানেল, রিসাইকেল বিন ইত্যাদি। তবে এসবও পরিবর্তন করা যায়। কন্ট্রোল প্যানেলের নাম পরিবর্তনের জন্য রেজিস্ট্রি এডিটর খুলে (Win+R চাপুন, regedit বা regedt32 লিখে এন্টার চাপুন) পর্যায়ক্রমে HKEY_CLASSES_ ROOTCLSID{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} তে যান। {21EC2..0309D}-এর ডানের প্যানে ডিফল্ট স্ট্রিং ভ্যালুর নামের ওপর ডাবল ক্লিক করে ভ্যালুডেটা হিসেবে আপনার পছন্দের নামটি লিখুন। এটিকে নামবিহীন করার জন্য আগের নামটি মুছুন। এরপর Alt+0160চাপুন, এবার OK করুন। এবার বাঁয়ে {21EC2...0309D } কি-তে দুই ক্লিক করে সাব-কি DefaultIcon-এ ক্লিক করুন। ডানের প্যানেলে ডিফল্ট ভ্যালুর নামের ওপর দুই ক্লিক করে ভ্যালুডেটা হিসেবে আপনার পছন্দের আইকনসহ কোনো চালক (*.exe) ফাইলের অবস্থান লিখুন (যেমন−E:SAIF mplayerc.ex)। আইকনের জন্য *.dll ব্যবহার করতে পারেন। এজন্য লিখতে হবে %systemroot%system32etplwiz.dll।এ ছাড়া নিজের বানানো আইকন ব্যবহার করা যায়। আইকনবিহীন করতে চাইলে খালি আইকন তৈরি কর যায়।
No comments:
Post a Comment