কম্পিউটার অপারেটিং সিস্টেম উিইন্ডোজ ব্যবহারের সময় অনেকগুলো পেইজ ফাইল (page file) তৈরি হয়। এগুলো কম্পিউটারে জমা হয়ে র্যমের গতি কমিয়ে দেয়। গতি কমে যায় কম্পিউটারেরও। আপনি চাইলে কম্পিউটার বন্ধ করার সময় স্বয়ংক্রিয়ভাবে পেইজ ফাইল গুলো মুছে ফেলে পিসির গতি ঠিক রাখতে পারেন।
█►এ জন্য start থেকে control panel-এ গিয়ে ...
♣ administrative tools>
♣local security policy>
♣security settings>
♣local policies>
♣security options-এ যান।
█►তারপর ডান পাশের Shutdown:Clear virtual memory page file এ ডাবল ক্লিক করুন এবং
♣Enable করে ok দিয় বের হয়ে আসুন।
●●●●এখন কম্পিউটার বন্ধের সময় virtual memory page file স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এবং আপনার পিসির গতি ঠিক থাকবে বলেও আশা করা যায়।
●●●●●●●●▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬●●●●●●
আমাদের দেয়া টিপস গুলো যদি আপনাদের ভাল লাগে তাহলে দয়া করে টা অন্যদের সাথে শেয়ার করে জানিয়ে দিন এবং তাদের আমাদের পেজ এ লাইক দিতে উৎসাহিত করুন। এতে আপনার দ্বারা তারাও উপকৃত হবেন।
ধন্যবাদ।
No comments:
Post a Comment