ইমেজ, অডিও, ভিডিও ফাইলসহ বিভিন্ন ধরনের ডকুমেন্টস বিভিন্ন ফরমেটে
রূপান্তরের জন্য বিভিন্ন প্রকার কনভার্টার রয়েছে। কিন্তু আপনার পিসিতে
প্রয়োজনীয় কনভার্টারটি না থাকলে ঝামেলায় পড়তে হয়।
এ রকম পরিস্থিতিতে
অনলাইনে সহজেই আপনার ফাইল বা ডকুমেন্টসটি রূপান্তর করতে পারবেন এই ওয়েবসাইটটির মাধ্যমে। এখানে .JPG, .PNG, .PDF, .DOC, .MP3, .WMA, .MP4, .MPG, .3GP
সহ সব ধরনের প্রয়োজনীয় ফরমেটে ফাইল রূপান্তরের সুবিধা রয়েছে। সর্বোচ্চ
১০০ মেগাবাইট সাইজের বিভিন্ন ফরমেটের ফাইল রূপান্তর করা যাবে এখানে। ফাইল
রূপান্তর করতে সাইটটিতে প্রবেশ করে প্রথমে ফাইলটি হার্ডডিস্ক থেকে সিলেক্ট
করুন। এরপর কোন ফরমেটে রূপান্তর করবেন তা নির্বাচন করে আপনার ই-মেইল
ঠিকানাটি লিখুন। এরপর Convert বাটনটি চাপলে আপনার ফাইলটি
কাঙ্ক্ষিত ফরমেটে রূপান্তর করে আপনার ই-মেইল ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে।
সেখান থেকে নামিয়ে নিতে পারবেন ফাইলটি।
No comments:
Post a Comment